ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৯:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

কোটা সংস্কারের এক দফা দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে স্থানীয় পৌর মিনি পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে শিক্ষার্থীরা।

এ সময় বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা য়ায়। সমাবেশ  বক্তব্য দেন, শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, অনামিকা দত্ত, তানজিলা আক্তারসহ অনেকে।

বক্তারা, দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা কোটা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান।

 

মন্তব্য করুন