ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৭:১০ পিএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে কোটা বিরোধীদের পদযাত্রা ও সমাবেশ

ছবি: রূপালী বাংলাদেশ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবীতে সারাদেশর ন্যায় ঝিনাইদহে কোটাবৈষম্য বিরোধী সংস্কার আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (১৪ জুলাই) সকাল ১১ টার সময়ে শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

কোটা বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলনের একটি ব্যানারে শিক্ষার্থীরা গণ পদযাত্রা শুরু করে এসময় শিক্ষার্থীরা তাদের দাবিকে কেন্দ্র করে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে মিছিলটি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পায়রা চত্বরে আলোচনা সভা করা হয়। 

সাধারণ ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনের সমন্বয়ক শারমিন আক্তার বলেন, "অপ্রয়োজনীয় সকল কোটা বাদ রেখে যৌক্তিকভাবে কোটা সংস্কার চাই, আমরা ৫২,৬৯,৭১- এ রক্ত দিয়েছি প্রয়োজনে ২৪ সালেও দিতে রাজি আছি।"

অন্য দিকে আরেক ছাত্রী জানান, আজ সবারই কোটা আছে কিন্তু আমরা যারা কৃষক পরিবারের সন্তান কষ্ট করে পড়ালিখা করি তাদের কোন কোটা নাই চাকরি পরীক্ষা দিতে গেলেই কোটাধারী প্রার্থীরা আমাদের থেকে কম নম্বর পেয়েও চাকরি পেয়ে যায়, একে তো প্রশ্ন ফাঁস তার ওপরে কোটার বাশ অতি দ্রুতই আমরা এর থেকে অবসান চাই। 

আলোচনা শেষের এক পর্যায়ে পুনরায় তারা মিছিল করতে করতে মুজিব চত্বর হয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এরপর ছাত্রদের করা দাবির লিখিত স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের মাধ্যেমে রাষ্ট্রপতি বরাবর প্রদান করা হয়। 

এর আগে গতকাল শনিবার বিকেলে স্মারকলিপি প্রদানের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার কথা বলা হয়।

মন্তব্য করুন