ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০১:২৯ পিএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ছাত্রদলের ঝটিকা বিক্ষোভ মিছিল

কোটবিরোধীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদল ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামের সামনে থেকে এক মিছিল বের করে জেলা ছাত্রদল।

বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেয় জেলা ছাত্রদল সভাপতি সোমেনুর রহমান সোমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন। মিছিলটি শহরের এইচএসএস সড়ক প্রদক্ষিণ করে মডার্ণ মোড়ে যেয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতৃবৃন্দ।

মিছিলের সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ হুশিয়ারী দিয়ে বলেন, ছাত্রলীগ ন্যাক্কারজনকভাবে কোটা বিরোধী সাধারণ ছাত্র-ছা্ত্রীদের উপর যেভাবে হামলা চালিয়েছে তা ৭১এর পাকিস্তানী বর্বোরোচিত ঘটনাকে হার মানায়। দেশের মানুষ যে পরাধীন তা আবারও প্রমাণ হলো। গণতন্ত্র ধুয়া তুলে এ সরকার সাধারণ মানুষের জান-মালের জন্য আজ হুমকি হয়ে দড়িয়েছে।

মন্তব্য করুন