ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ১০:০৫ পিএম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মাঝে সংঘর্ষ

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের  মাঝে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে কোটা আন্দোলনকারীরা বড়মাঠে সমবেত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোব প্রদর্শন প্রদর্শন করতে থাকে। এরপর আন্দোলনকারীরা জেলা স্কুলের সামনে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে পৃুলিশ ও পরে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে কোটা আন্দোলনকারীদের প্রতিহত করতে এগিয়ে আসে।

এ সময় আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু  হয়।এ সময় অতিরিক্ত পুলিশ মোয়াতেন করা হয়। ছাত্রলীগ ও আন্দোলনকারীরা পরস্পরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে ২ জন পুলিশ সদস্য, একজন সংবাদকর্মী সহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ রিপোর্ট লেখা অবধি থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ চলছিল। বর্তমানে শহরে থমথমে উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন