প্রকাশিত: ৯ আগষ্ট, ২০২৫, ১০:০১ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা থেকে যশোর আসা দুই সিবিএ নেতা আটক

 

আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ

যশোর পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ’র দুই নেতা কে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ।গতকাল আজ শুক্রবার সকালে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তন এ খুলনা বিভাগীয় সম্মেলন চলাকালে তাদের কে আটক করা হয়েছে।

আটক কৃতরা হলেন. টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ময়নাল হক এর ছেলে ও সিবিএর সভাপতি এনামুল হক এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের মোঃ ইউনুস এর ছেলে ও সাধারণ সম্পাদক রোবেল হোসেন।

সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সকালে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ’র খুলনা বিভাগীয় সম্মেলন চলচিল। সম্মেলনে সিবিএর সভাপতি এনামুল হক প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক রোবেল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। দুপুর ১২টার পর যশোর ডিবি পুলিশের একটি টিম সেখান থেকে তাদের আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ, ‘তারা দুজনেই ঢাকা যাত্রাবাড়ী থানার একটি মামলার আসামি। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় তাদের  কে যশোর ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

মন্তব্য করুন