কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ১১:৫২ পিএম

অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

তিস্তায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিখোঁজ ৬

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় এক শিশুর লাশ সহ ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একই পরিবারের তিন সদস্যসহ এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন। নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে তিস্তায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে বুধবার (১৯ জুন) সন্ধ্যার দিকে ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় নারী ও শিশু সহ ২৫ জন যাত্রী ছিলেন বলে উদ্ধার যাত্রীদের দেওয়া তথ্য থেকে জানা গেছে। উলিপুরের বজরা পুরান বাজার এলাকায় দাওয়াত খাওয়া শেষে তারা তিস্তা নৌপথে রংপুরের পীরগাছা এলাকার পাওটানা গাবুরারচর গ্রামে ফিরছিলেন। এসময় বজরা ইউনিয়নের খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়। বুধ্বার রাত পর্যন্ত ১৮ জনকে জীবিত এবং আয়শা নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন।উদ্ধার অভিযান সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে নৌকার যাত্রী আনিছুর রহমান, তার স্ত্রী রূপালি এবং তাদের এক সন্তান রয়েছেন। অপর তিন জনও শিশু বলে নৌকায় থাকা যাত্রীদের বরাতে জানা গেছে।

বজরা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মহুবর রহমান বলেন, ‘ নিখোঁজদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। বাকিরাও শিশু বলে জানতে পেরেছি।

’নৌকা ডুবির ঘটনায় উদ্ধার হওয়া আনোয়ার নামে এক যাত্রী বলেন, ‘ আমরা বজরা থেকে দাওয়াত খেয়ে গাবুরারচরে ফিরছিলাম। নৌকায় শিশু সহ ২৫/২৬ জন ছিলাম। এসময় নদীতে একটি বড় ঢেউ ওঠে। মাঝি ওই ঢেউয়ের মধ্যে হঠাৎ নৌকা ঘুরানোর চেষ্টা করলে নৌকা ডুবে যায়। অনেকে উদ্ধার হলেও এখনও ৬/৭ জন নিখোঁজ আছে।

’উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনার পর ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক শিশুর লাশ রয়েছে। নৌকায় থাকা যাত্রীদের দেওয়া তথ্য মতে একই পরিবারের তিনজন সহ এখনও ৬ যাত্রী নিখোঁজ আছেন। উদ্ধার অভিযান চলছে।’

মন্তব্য করুন