রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ০২:২২ পিএম

অনলাইন সংস্করণ

দুষ্কৃতকারীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

ছবি: সংগৃহীত

সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
 
বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন। অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে ।

পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় বলা হয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য প্রদানের দুটি যোগাযোগ নম্বর হলো : ০১৩২০০০১২২২ এবং ০১৩২০০০১২২৩

উল্লেখ্য, কোটা আন্দোলন ঘিরে দেশে ৭ দিনে ১১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যার ৯০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঢাকা জেলাতে । বেশির ভাগ ঘটনা ঘটেছে পুলিশের অবস্থান ও তাদের স্থাপনা ঘিরে। 


আরবি/এস 

মন্তব্য করুন