প্রকাশিত: ১৮ ডিসেম্বার, ২০২৪, ০৪:২৮ পিএম

অনলাইন সংস্করণ

দেশীয় ওটিটিতে জয়া আহসান

 

বিনোদন প্রতিবেদকঃ

বাংলাদেশ ও ভারত দুই দেশেই কাজ করেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 

চলতি বছর মার্চ মাসে একটি সিরিজে অভিনয়ের কথা জানান তিনি। এ সিরিজের মধ্য দিয়েই দেশীয় ওটিটিতে তার অভিষেক হওয়ার কথা। তবে সেটির কোনো অগ্রগতি ছিল না।

এদিকে বছরের শেষপ্রাপ্তে এসে জয়া জানালেন, শিগগিরই তিনি সিরিজটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ‘জিম্মি’ নামের এ সিরিজটি পরিচালনা করছেন আশফাক নিপুন।

এ বিষয়ে জয়া বলেন, ‘সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা থাকলেও নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।’

জয়াকে এই সিরিজে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে।

গত কয়েক বছর জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে। অনেকেই মনে করেন, তিনি তার নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন। সে প্রসঙ্গে অবশ্য অভিনেত্রী খোলাসা করেছেন।

জয়া বলেন, ‘আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই, এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে আসি। কিন্তু লোকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি।’

 

মন্তব্য করুন