প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট উপজেলা প্রতিনিধি, নওগাঁঃ
ধামইরহাটে মোবাইল কোর্টে ৯ জন মোটরসাইকেল আরোহীকে ১হাজার টাকা করে জরিমানা ও ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উপজেলার নানাইচ মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময ৯ জন মোটরসাইকেল আরোহীকে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১৬ ধারা ভঙ্গ করে ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটর সাইকেল পরিচালনা করায় এবং ২০১৮ সালের ৪ এর (১) ধারা ভঙ্গ করে ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল পরিচালনা করায় প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মোবাইল কোড পরিচালনা কালে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সকল মোটরসাইকেল আরোহীর প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন