
প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ
নওগাঁ শহরের বাইপাস চেকপোস্ট থেকে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের ৫ সদস্যকে আটক করে নিয়ে গেছে (RAB)। আজ শনিবার বেলা ১১ টার দিকে শহরের বাইপাস থেকে তাদের আটক করে। এরপর ১২ টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকরা জেলার অভ্যন্তরীন সকল বাস চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ করছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। তারা গন্তব্যে যেতে পারছেন না। তবে অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। তবে রাজশাহীর যাত্রিবাহী বাস নওগাঁয় থাকায় তারা যাত্রি নিয়ে ফিরে যাচ্ছে।
নওগাঁ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মতিউজ্জামান মতি বলেন- শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে প্রায় ১ কিলোমিটার দুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহরের বাইপাস চেকপোস্ট রয়েছে। যেখানে মোটর মালিকের নেতৃবৃন্দ শ্রমিক ইউনিয়নের সদস্যরা থাকে।
সকাল ১১টার দিকে কোন কারণ ছাড়াই ৫সদস্যকে আটক করে নিয়ে যায় র্যাব বলে দাবী করেন তিনি। এরপর শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।
এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন