প্রকাশিত: ৪ আগষ্ট, ২০২৫, ০৫:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাটে ৪০ জন মেধাবী শিক্ষার্থীরদের মাঝে পুরুষ্কার বিতরণ

 

 

ধামইরহাট ( নওগাঁ)  প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল ৫ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব শাহাদত হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার। আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাজমুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আল মামুন, একাডেমি সুপার ভাইজার কাজল কুমার,চকময়রাম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আল মামুন জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পারফর্মেন্স বেডজ গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিনের আওতায় ২০২২ ও ২০২৩ সালের ৪০ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়। 

মন্তব্য করুন