
প্রকাশিত: ২৪ অক্টোবার, ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় দুই কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গ্রেফতার হয়েছেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নয়ন হোসেন (৩৮) মাদক ব্যবসা সাথে জড়িত ছিল। তার বাড়ি ওই ইউনিয়নের ফহিমপুর গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২ কেজি ওজনের গাঁজাসহ আটক করা হয়।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানা ওসি (তদন্ত) আবু সালেহ বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে নয়ন হোসেনের নামে
মামলা রেকর্ড করা হয়েছে থানায়। আসামীকে বৃহস্পতিবার বিকেলে নওগাঁ কোর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন