
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২১৬ জন বন্দি আত্মসমর্পণ করেছেন। গত শুক্রবার (১৯ জুলাই) কোটা সংস্কারের আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮২৬ আসামি পালিয়ে যায়, লুট হয় ৮৫টি অস্ত্র ও প্রায় আট হাজার গুলি। এ ঘটনার পাঁচদিন পর বুধবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত ২১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া কারাগার থেকে পলাতক দুই ‘জঙ্গি’ ধরা পড়েছেন।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ১৩৬ জন বন্দি আত্মসমর্পণ করেছিলেন। আজ দুপুর ১২টা পর্যন্ত ৮০ জন আত্মসমর্পণ করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কারাগারে হামলার অভিযোগে গতকাল ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। আজ দুপুর পর্যন্ত আরও ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কারাগার থেকে পলাতক দুই নারী জঙ্গি রয়েছেন।
আদালতে আত্মসমর্পণ করতে আসা কয়েদিরা জানান, শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের সময় জেলা কারাগারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কী হচ্ছিল সেটা তারা ভেতর থেকে জানতে-বুঝতে পারেননি। একপর্যায়ে হামলাকারীরা কারাগারের ভেতরে প্রবেশ করে সবাইকে বের হয়ে যেতে বলছেন। এ সময় অনেকে বের হয়ে যেতে না চাইলে মারধর করা শুরু করে। হামলাকারীরা আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় এবং আগুন ধরিয়ে দেয়।
এতে যেসব কয়েদি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তারাও বাইরে যেতে বাধ্য হন বলে জানান আসামিরা। তারা বলেন, এখন যদি তারা আত্মসমর্পণ না করেন তাহলে পালিয়ে যাওয়া, কারাগারে হামলা, লুটপাট, অস্ত্র লুটের মামলায় তারা আসামি হবেন বলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সেই আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করেছেন।
আরবি/জেআই
মন্তব্য করুন