ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪, ০৩:২১ পিএম

অনলাইন সংস্করণ

নলছিটিতে নিখোঁজের আট দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের আট দিন পর নদী থেকে অদিত্য চক্রবর্তী (৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী। 

এর আগে গত শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় পৌর এলাকার কলবাড়ি সংলগ্ন সুগন্দা নদীর তীরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আদিত্য চক্রবর্তী নলছিটি পৌর এলাকার আদর স্টুডিও ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে। সে পৌরসভার বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, রাত ৯ টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন