প্রকাশিত: ৪ আগষ্ট, ২০২৫, ০৭:১৬ পিএম

অনলাইন সংস্করণ

নাগরপুরে পারফরমেন্স ভিত্তিক স্কিমে ৩৬ শিক্ষার্থী ও ১৪ শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃত

 

জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (এসইডিপি) ‘পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন (PBGSI)’ স্কিমের আওতায় টাঙ্গাইলের নাগরপুরে ৩৬ জন কৃতী শিক্ষার্থী ও ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকাল নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন  করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুল হাসান, সবুক্তগীন সহকারী পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ, এবং উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচ এস সি  সমমান পরীক্ষায় সফল  মেধাবী ৩৬ জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী  সমাপনী পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ১৪টি নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতির হার, প্রশাসনিক দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের ভিত্তিতে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়ার সময় মিলনায়তন কক্ষটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূর্ণ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ বলেন, “এই পুরস্কার বিতরণী শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

মন্তব্য করুন