
প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লায় চারটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলাগুলো হচ্ছে মুরাদনগর, দেবীদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। এ চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান ১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুপুর ১২টা পর্যন্ত তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কুমিল্লার দেবীদ্বার ও মুরাদনগরে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলে ভোটার উপস্থিতি বেশী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলাতে। সকাল আটটায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, শুরুতে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে।
মহিষমারা কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে জেনে মহিলারা ভোট দিতে আসছেন। ভোট দিতে দেখা গেছে বয়োবৃদ্ধদেরও। শতবর্ষী বৃদ্ধা কমলা বেগম দুই নাতির সহায়তায় ভোট দিতে এসেছেন। কানে কম শোনেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন বলে জানান এই প্রতিবেদক কে।
বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই ভাই সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।
তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার (ঘোড়া), তার ভাই জেলা পরিষদের সাবেক সদস্য তারিক হায়দার (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম (দোয়াত-কলম) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান (আনারস)।
অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় আবু তৈয়ব অপি এবং ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর মধ্যে লড়াই বলে মনে করছেন ভোটাররা। এমপি পরিবারের সদস্য হওয়ায় ভোটের মাঠে অপির একটা বাড়তি প্রভাব দেখা গেছে।
দেবিদ্বারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুজন প্রার্থী। তারা হলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ (আনারস) এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের সহধর্মিণী শাহিদা আক্তার (ঘোড়া)।
মুরাদনগর উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোরকে সমর্থন জানিয়ে অন্য তিন প্রার্থী ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। সে হিসেবে কিশোরের জয় এখন সময়ের ব্যাপার। পুনরায় চেয়ারম্যান পদে জয়ের পথে থাকা আহসানুল আলম কিশোর কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বুড়িচং উপজেলার মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৮৮ ভোটের মধ্যে প্রায় সাড়ে পাঁচশ ভোট পড়েছে। প্রিসাইডিং অফিসার মামুনুর রশীদ জানান, ভোট সুষ্ঠু হচ্ছে। কঠোর নজরদারি চলছে। কারচুপি হওয়ার কোন সুযোগ নেই।
মন্তব্য করুন