
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪, ০৩:২৮ এ এম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কাছে মাইন বিস্ফোরণে মো. জুবায়ের নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
রোববার (৭ জুলাই) দুপুরে লালদীয়ার চর নামক স্থানে মিয়ানমার সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি। নিহত জুবায়ের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বিস্ফোরণে আহতরা হলেন- হ্নীলার দমদমিয়া গ্রামের মো. কামাল হোসনের ছেলে শাহ আলম ও একই ইউনিয়নের জাদিমুড়ার মেস্তারির ছেলে মো. শুক্কুর।
পরিবারের বরাতে ওসি জানান, দুপুর ১২টার দিকে মিয়ানমার সীমান্তের লালদীয়ার চর নামক স্থানে তিন বাংলাদেশি কাঁকড়া শিকার করতে যায়। আনুমানিক আড়াইটার দিকে সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জুবায়েরের ডান পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত উড়ে যায়। বাম পায়ের কিছু কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়। তার সঙ্গে থাকা শাহ আলম ও মো. শুক্কুরও আহত হয়।
পরে শাহ আলম ও শুক্কুর দ্রুত গ্রামে চলে আসলে আত্মীয়-স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে জুবায়ের না আসায় তার ভাই মোহাম্মদ আয়াজ ঘটনাস্থলে যান। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে জুবায়ের মারা যান।
ওসি আরও জানান, জুবায়েরের লাশ বর্তমানে তাদের বাড়িতে আছে। এ বিষয়ে নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস জানান, মাইন বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের খোঁজ-খবর নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফন করা হবে।
মন্তব্য করুন