কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪, ০৬:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবিদুর রহমান। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজের একদিন পর উদ্ধার হলো বিশ্ববিদ্যালয় ছাত্র আবিদুর রহমান (২৩) এর মরদেহ। শনিবার ( জুলাই) বিকাল ৩টার দিকে করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওর থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

এর আগে গতকাল শুক্রবার ( জুলাই) পরিববারকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে এসে পানিতে নামলে ওই শিক্ষার্থী পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

নিহত আবিদুর রহমান চট্টগ্রামের রাউজান পৌরসভার নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরী বাড়ির কলেজ শিক্ষক সারওয়ার জামান খানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র ছিলেন।

আবিদের বাবা সারওয়ার জামান খান বলেন, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমার কাছে ফোন আসে আবিদকে পাওয়া যাচ্ছে না। সে নাকি তার বন্ধুদের সঙ্গে হাওরে গেছে। ছেলে আমাকে আগে কিছু জানায়নি। আমি সেখানে আমার ভাই ভাতিজাকে পাঠিয়েছিলাম। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আমরা বিকাল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা

মন্তব্য করুন