
প্রকাশিত: ৫ জুন, ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। শেষ ধাপে দেশের ৬০ উপজেলায় বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ৬০ টি উপজেলায় উপজেলায় ভোটার ছিল প্রায় পৌনে দু'কোটি। এরমধ্যে মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়।
সিইসি বলেন, ৬০ উপজেলায় ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু ইন্সিডেন্ট হয়েছে। এ জন্য ২৮ জনকে গ্রেপ্তার করেছি, ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। বরিশালে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তবে ইভিএমে ভালো কাজ হয়েছে।
ভোট নিয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নে সিইসি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা নিয়ে সন্তুষ্ট। তবে পলিটিক্যাল (রাজনৈতিক) বিচার বিশ্লেষণ করবো না।
উল্লেখ্য, ৬০টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। গত ৮ মে উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ৯ জুন তৃথীয় ধাপের ২০ উপজেলায় রেমালের কারণে স্থগিত করা হয়েছিলো। সেই ২০ উপজেলায় নির্বাচনের মধ্য দিয়ে এবারের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৮ মে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়ে ৩৬ দশমিক ১ শতাংশ। আর ২১ মে দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা নির্বাচন ভোট পড়েছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ৩৬ দশমিক ২৪ শতাংশ ভোট পড়ে।
মন্তব্য করুন