প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫, ০৮:২৩ পিএম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উত্তাল



মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

ইসরায়েলের পক্ষ থেকে বর্বরোচিত হামলা, হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনভর পঞ্চগড় শহর ছিল উত্তাল।সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা, বিএনপি, জামায়াত, জাগপা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়।
“হে মুসলিম উম্মাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নেও, আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত” এ জাতীয় ¯ শ্লোগানে মুখরিত ছিল পুরো পঞ্চগড় শহর। “মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে বিভিন্ন স্থানে দুপুরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন।
“আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না”, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না”, “তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না” ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে আধা ঘন্টাব্যাপী সমাবেশ পালন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ নানা স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।#

মন্তব্য করুন