রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

পাংশায় বাড়ির প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন

ছবি: রূপালী বাংলাদেশ

রাজবাড়ী পাংশায় বাড়ির প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার দুপুরে পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলার যশাই ইউনিয়নের ঠেকিপাড়া গ্রামের ভুক্তভোগী মোঃ আজগর শেখের স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, আমার শ্বশুরের সম্পত্তির উপরে আজ ৫০ বছর বসবাস করছি আমরা। কিন্তু জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের প্রতিবেশী  জিয়াউর শেখ, মতিন শেখ, লুকমান শেখ, লব্বান বেবি, শেমুলি বেগম, গাফফার শেখ গংরা অনেকদিন ধরে আমাদের নির্যাতন করে আসছে। হঠাৎ করে তারা আমাদের বাড়ির প্রবেশপথ বন্ধ করে দেয় এবং ওই পথ দিয়ে যেতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে। আমরা তখন যশাই ইউনিয়ন পরিষদে অভিযোগ করি। চেয়ারম্যান সহ আরো গণ্যমান্য ব্যক্তি এসে একটা সমাধান করে দিয়ে গিয়েছে। তারপরেও তারা এই প্রবেশ কর বন্ধ করে রেখেছে। কিছুদিন আগে আমার একটা ছেলে মারা গিয়েছে তার লাশটাও ওই পথ দিয়ে নিতে দেয়নি তারা। এবং আমাদের ২৬ শতাংশ জমি জিয়াউর শেখ গংরা মিলে দখল করে রেখেছে। এর সুষ্ঠু বিচার চেয়ে মাননীয় রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউএনও এবং ওসির সহযোগিতা চান তিনি।

মন্তব্য করুন