
প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ
গত শনিবার দুপুরে রাজবাড়ী পাংশা থানা পুলিশের অভিযানে মোঃ জামিরুল ইসলাম (৪০) ও মোঃ সেকান্দার আলী (৩৫) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে ৩৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। তারা দুই জন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মৃত পিয়ার আলী ও মৃত আজিজুল ইসলামের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, পাংশা থানাধীন মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল দক্ষিনপাড়া কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক থেকে মাদক ব্যবসায়ী মোঃ জামিরুল ইসলাম ও মোঃ সেকান্দার আলীর কাছ থেকে ৩৬ বোতল ফেন্সিডিল, যাহার অবৈধ বাজার মূল্য ৭২,০০০/ টাকা এবং দুই টি পুরাতন বাটন কালো রংয়ের মোবাইল সেট benco p11 ও SYMPHONY-A30 সহ গ্রেফতার করা হয় এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। রবিবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন