পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪, ০৭:০৭ পিএম

অনলাইন সংস্করণ

পাবনায় অটোরিক্সা-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: রূপালী বাংলাদেশ

পাবনা পৌর সদরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিক্সা চালক এবং এর একজন যাত্রী মারা যান। শনিবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে সিংগা বাইপাস এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন অটোরিক্সা চালক দুখু ইসলাম (৩৫) ও যাত্রী রমজান আলী (৪০) । দুখু পাবনা শহরের শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার শামসুল ইসলামের ছেলে। আর রমজান আলী একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি চালিত একটি অটোরিক্সা পাবনার বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। সিংগা  বাইপাস এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা সিএনজি চালক দুখু মিয়া ও যাত্রী রমজান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা  তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পাবনা সদর  থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত দুখু ও রমজানের  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

মন্তব্য করুন