
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
কোটা সংস্কারের এক দফা দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের দাওয়ার মূখে মিছিল পন্ড হয়ে যায়। পরে শহরের টাউনক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা য়ায়।
বক্তারা, দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা কোটা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহবান করেন।
মন্তব্য করুন