
প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ
পিরোজপুরে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। সুপেয় পানির সংকটে এলাকা ছেড়ে অন্য এলাকায় যাচ্ছে অনেক বাসিন্দা। প্রতি ঘণ্টায় ১০ লাখ লিটার পানির চাহিদা থাকলেও শোধন হচ্ছে মাত্র দুই থেকে আড়াই লাখ লিটার। পরিশোধনে তীব্র ঘাটতি থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
জানা গেছে, পিরোজপুর দেড়’শ বছরের পুরাতন পৌরসভা হলেও জেলার মর্যাদা পায় ১৯৮৭ সালে। ২শ বছর আগেও পিরোজপুরের জনগণকে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। সময়ের ব্যবধানে জনগণের চাহিদা পূরণের জন্য পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ ১৯৮৩ সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার। সেখান থেকে শুরু করা হয় পানি সরবরাহ। শুরুতে প্রতি ঘণ্টায় উৎপাদন হতো প্রায় ৫০ হাজার লিটার। সময়ের ব্যবধানে উৎপাদন বেড়ে আড়াই লাখ লিটারে দাঁড়ালেও চাহিদার তুলনায় তা খুবই সামান্য। ফলে চাহিদাকৃত পানি পরিশোধনে অক্ষম ও পুরানো মেশিন দিয়ে পানি সরবরাহ করায় গ্রাহক দুর্ভোগ এখন পৌঁছেছে চরমে। ফলে সুপেয় পানির চাহিদা পূরণ করতে সাধারণ মানুষকে দূর দূরান্তে যেতে হয়। তাছাড়া পানি সংকটের কারনে মানুষের আর্থিক অবস্থার ওপরও দিন দিন চাপ বাড়ছে।
সুত্র জানায়, পিরোজপুর পৌরসভার লক্ষাধিক বাসিন্দার জন্য প্রতি ঘণ্টায় ১০ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। আর উৎপাদন হচ্ছে মাত্র দুই থেকে আড়াই লাখ লিটার। পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, রমজানের আগে থেকেই পানির সংকট দেখা দিয়েছে। যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। কিন্তু আমরা পানির বিল নিয়মিত পরিশোধ করে যাচ্ছি। সে তুলনায় সেবা ঠিক মতো পাচ্ছি না আমরা। যেখানে আগে ২০ থেকে ২৫ কলস পানি ধরতে পারতাম এখন সেখানে পাঁচ কলস পানিও আমরা পাই না।
পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ফিরোজ রব্বানী জানান, পানির জন্য আমরা বিগত ছয় মাস ধরে খুব কষ্টে আছি। একদিন পর একদিন পানি পাই। তাও অনেক কম। পানির জন্য ভাড়াটিয়ারা ঘর ছেড়ে অন্য এলাকায় চলে যায়। পানির সমস্যা দ্রুত সমাধানের তিনি দাবি জানান। নতুবা মানুষের দুর্ভোগ আরো বাড়বে। আর এর প্রভাবে কৃষি সহ ফসলের ওপর পড়ছে।ৎ
পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার জানান, এ মৌসুমে খাল বিল শুকিয়ে যাওয়ায় পানির সরবরাহ কমে যায়। ফলে দেখা দেয় পানির সংকট। তবে, পানি সংকট সমস্যার সমাধানে ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে ।
মন্তব্য করুন