রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪, ০৬:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের চেক ও ঢেউটিন বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

রাজবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ৬৩ টি পরিবারের মাঝে ৭৩ বা‌ন্ডেল ঢেউটিন এবং প্রাকৃ‌তিক দু‌র্যো‌গে ক্ষতিগ্রস্থ ৪৯ জনের মা‌ঝে ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হ‌য়ে‌ছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে স্থানীয় সাংস‌দের ঐচ্ছিক তহবিল থেকে এ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ আসনের এম‌পি কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসা‌বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানোয়ার হোসেন প্রমূখ।

এ সময় প্রাকৃ‌তিক দু‌র্যো‌গে ক্ষ‌তিগ্রস্থ ৪৯ জ‌নের মা‌ঝে বি‌ভিন্ন অংকের ১ লাখ ৮০ হাজার টাকার চেক ও আগু‌নে ক্ষ‌তিগ্রস্থ ৬৩‌টি প‌রিবা‌রের মা‌ঝে ৭৩ বা‌ন্ডেল ঢেউটিন বিতরণ করা হয়।

মন্তব্য করুন