ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০৮:১১ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীর তিন উপজেলা চেয়ারম্যান হলেন যারা

ছবি: রূপালী বাংলাদেশ

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর তিন উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দিদার, শুসেন ও লিপটন। নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের প্রত্যেকেই আওয়ামী লীগের ত্যাগী নেতা।
এদের মধ্যে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন চতুর্থ মেয়াদে নির্বাচিত হন। এর আগে তিনি টানা ১৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২৯ মে বুধবার নির্বাচন অনুষ্ঠান শেষে রাতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, দাগনভূঞা উপজেলায় দোয়াত-কলম প্রতীকে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী বিজন ভৌমিক পেয়েছেন ৩ হাজার ১৬৬ ভোট।
এর আগে দিদারুল কবির রতন ২০০৯ সালে প্রথমবারের মত দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে দ্বিতীয় এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্ধীতায় তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেন।

এদিকে ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে বিজয়ী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। তিনি ২ লাখ ১৩ হাজার ৮৯২ ভোট পেয়েছেন। তিনি এবার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। তার

নিকটতম প্রতিদ্বন্ধী মোটরসাইকেল প্রতীকের মনজুর আলম পেয়েছেন ৭ হাজার ৩০৯ ভোট।

এছাড়া সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন। তিনি ৮৬ হাজার ১৭১ ভোট পেয়েছেন। তিনিও টানা দ্বিতীয় বারের মত
নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী লাঙ্গল প্রতীকের মো. মজিবুল হক পেয়েছেন ৭০৯ ভোট।

ফেনী জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন