প্রকাশিত: ১৬ অক্টোবার, ২০২৪, ০২:২০ পিএম

অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদী রাজনীতি এদেশে আর ঠাঁই হবেনা: শ্রীপুরের জনসভায় নুরুল হক নূর

 

মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: 

মানুষের কথা বলার অধিকার, জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার, মুক্তচিন্তার অধিকার সন্ত্রাস নৈরাজ্য দুবৃত্তায়নের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল আমরা বর্তমানের তা পরিত্রান ঘটাতে পেরেছি। 

আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের মত ফ্যাসিবাদী সরকার যেন আর এ দেশে মাথা উচু করে দাড়াতে না পারে। এদেশের সাধারন মানুষ ছাত্র জনতা বার বার রক্ত দিয়েছে কিন্তু যে লাউ সেই কদু হয়েছে।

 ১৯৭৫ সালে আ.লীগ বাকশাল কায়েম করেছে। ১৯৯৬ সাল সহ বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের দেশে বাকশালি চরিত্রের কোন পরিবর্তন হয়  নাই ।
ভবিষ্যৎ বাংলাদেশে এ  আওয়ামী লীগ যেন আর মাথা উচু করে রাজনীতিতে দাড়াতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 আজ ১৬ অক্টোবর বুধবার বেলা ১২.০০ টায় গাজীপুরের মাওনা চৌরাস্তায় উড়াল সরকের নিচে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরে বলেন- বাকশালী ও গণহত্যাকারীদের কোন ক্ষমা নাই। আমাদের কথা পরিস্কার বিএনপি ও জামাতের পক্ষ থেকে আওয়ামী লীগ ও এর দোসর জাতীয় পার্টি সহ অন্যান্য দলকে নিষিদ্ধের দাবিতে আওয়াজ তুলতে দেখতে পাচ্ছিনা কেন? এমন প্রশ্ন রাখেন বিএনপি ও জামাতের প্রতি।

বিএনপি ও জামাত পন্থী আইনজীবিদের প্রতি তিনি প্রশ্ন রেখে বলেন কেন আপনারা কোর্টে আওয়ামী পন্থী আইনজীবিদের কেন ঠেকাতে পারছেন না?  আমাদের দেহে প্রাণ থাকতে এদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ঠাঁই দেয়া হবেনা।  আ.লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারত সহ বেশ কিছু রাষ্ট্র তৎপর হয়েছে।

অন্তবর্তী সরকারের প্রতি তিনি রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনবান্ধব রাষ্ট্র হিসেবে দাড় করানো সহ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির কাছে দেশের রাষ্ট্রভার হস্তান্তরের দাবি জানান।

 উত্তরাঞ্চলের বন্যার কারনে বাজার পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ায় প্রয়োজনে নিত্যপণ্যের বাজারে ভর্তুকির পরিমান বাড়াতে হবে বলে দাবি করেন তিনি। গণঅধিকার পরিষদের নেতাদের প্রতি নুরুল হক নুর বলেন আপনারা আওয়ামী লীগের নেতাদের মত এমন কাজ করবেন না যাতে জনগন কষ্ট পায়, জনগনের পাশে থাকবেন, তাদের জন্য কাজ করুন।

 

 

মন্তব্য করুন