
প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 'আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ' প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ জুন) দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব।
আরও বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুন্নাহার বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজেদুল আলম, মৎস্য কর্মকর্তা মো. মোকছেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. শরিফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন।
এ সময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চামরুল ইউনিয়নের মো. শাজাহান আলী, গুনাহার ইউনিয়নের মো. নূর মোহাম্মদ আবু তাহের ও তালোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন