বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৯:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় দুই ডাকাত কারাগারে, অস্ত্র ও মিনিট্রাক উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মিনি ট্রাকসহ গ্রেপ্তার দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের বড়-চাপড়া কদমতলা এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ডাকাত দলের অন্তত ৭ সদস্য পালিয়ে গেছে। 

শনিবার (১ জুন) ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈকত হাসান জানান, ডাকাতি প্রস্তুতির ব্যাপারে  থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তার দুইজনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। 

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো- আদমদীঘি উপজেলার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রাব্বানী (৩৫) ও ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের শহরা-বাড়ি গ্রামের আজিজার সরকারের ছেলে জিয়াউর (৪৫)। রাব্বানী ধুনট দাশপাড়া এলাকায় বসবাস করে এবং জিয়াউর গোসাইবাড়ি সাতমাথা এলাকায় বসবাস করে। 

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের বড়-চাপড়া কদমতলা এলাকার সড়কে ডাকাতি করার জন্য ১০/১১ জনের সংঘবদ্ধ অপরাধীরা অবস্থান নেয়। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডাকাত দলের ৭জন পালিয়ে গেলেও দুইজনকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১২৪০২৮) জব্দ করে পুলিশ। এছাড়া হাসুয়া, লোহার রড, রশি ও ৫টি বাঁশের লাঠি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুইজন সড়কে ডাকাতির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে শনিবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়। 

 

মন্তব্য করুন