বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ১২:২৭ এ এম

অনলাইন সংস্করণ

বগুড়ায় নদীতে নেমে প্রাণ গেল শিশুর

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুরে নদীতে গোসল করতে নেমে জিম হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সমবয়সী বাচ্চাদের সাথে নদীতে নেমে ওই শিশু নিখোঁজের একঘন্টা পর লাশ উদ্ধার করা হয়। 

রোববার দুপুরে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যানী পালপাড়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত জিম হোসেন বগুড়া শহরের চেলোপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, কল্যানী গ্রামের আল আমিন সম্পর্কে তার ভাই হয়। আল-আমিনের মা গত শনিবার মারা যায়। তার চাচীকে দেখতে জিম হোসেন বগুড়া থেকে কল্যাণী গ্রামে বাবা-মায়ের সঙ্গে আসে। রোববার দুপুরে তার সমবয়সী বাচ্চাদের সাথে বাঙ্গলী নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পরই সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুজির প্রায় ১ ঘন্টা পর তার লাশ খুঁজে পায়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন