
প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট (সিজন-২০২৪-২৫) এর জেলা পর্যায়ে প্রতিযোগিতা গাইবান্ধাা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। আজ বুধবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন মপ্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাসুদুল হক মাসুদ। প্রতিযোগিতায় মোট গাইবান্ধার ১৬টি কলেজ দল অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে আসতে হবে। উদ্বোধনী খেলায় ফুলছড়ি সরকারি মডেল কলেজ ও কঞ্চিপাড়া
একাডেমি কলেজ দল অংশ গ্রহণ করে।
মন্তব্য করুন