বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৫:১০ পিএম

অনলাইন সংস্করণ

বন্দরে সাজাপ্রাপ্ত ২ আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

ছবি: রূপালী বাংলাদেশ

বন্দরে বিভিন্ন মামলার ২ সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন ওয়ারেন্টে ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকার একন আলী মিয়ার ছেলে জি আর মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী রুহুল আমিন (৪৮) ও একই থানার চিড়াইপাড়া এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে অপর জিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী হেলাল মিয়া (৩৫)।

ওয়ারেন্টভূক্ত অন্যান্য আসামীরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকার জয়নাল মিয়ার স্ত্রী নন জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পারুল বেগম (৪৫), চিড়াইপাড়া এলাকার মৃত সোয়েব মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রফিক (৩০) ও একই থানার বাগসরাইল এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জহিরুল ইসলাম (৩০)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৪ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ মে) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মন্তব্য করুন