
প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
আজ বুধবার বিকাল পৌনে চারটার সময় বরগুনা পৌরসভার শিপেরখাল নামক এলাকায় মোবাইল ফোন নিয়ে বজ্রপাত পড়ার বিকট শব্দে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম রিফাত (১২)। সে শিপেরখাল এলাকার মাহাবুব হোসেনের ছেলে। নিহত রিফাত ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজনরা জানান, রিফাত তার বাবা মায়ের সঙ্গে বাড়ির সামনে পুকুর পাড়ে মোবাইল ফোন নিয়ে খেলা করছিল। আকাশে মেঘ করায় তার বাবা মা রোদ দেয়া ধান ঘরে তুলতে ব্যাস্ত ছিল। হঠাৎ করে বজ্রপাতটি রিফাতের কাছাকাছি পড়ে। এসময় তার পাশে চাচাত বোনও পাশে খেলতে ছিল। বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং তার বুকের ওপর আগুন ধরে যায়। দৌড়ে এসে রিফাতের মা বুকের ওপর আগুন নিভিয়ে সেখান থেকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।
এব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন বিকালে বরগুনা থানা থেকে আড়াই কিলোমিটার দূরে শিপের খাল নামক স্হানে বজ্রপাতে রিফাত নামের এক শিশুর মৃত্যু হয়।
মন্তব্য করুন