
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবেশি বারেক হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম হাওলাদারকে প্রধান করে ২৪ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে এ মামলায়। শুক্রবার রাতে নিহত কৃষক হাকিম জোমাদ্দারের ভাই হারুণ জোমাদ্দার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে এ মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে তাদের বাগেরহাট কোর্টে সোপর্দ করেছে। গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন, আব্দুস সালাম ফকির, হাসান হাওলাদার, নাজমা বেগম, লাইজু বেগম ও জাহানারা বেগম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
এর আগে, শুক্রবার সকালে উপজেলার গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জোমাদ্দারকে(৬২) পিটিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি শহিদুল ইসলাম ও তার লোকজন। মারপিটে আরও ৭ জন আহত হন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ও বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য করুন