বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৪, ০৬:০২ পিএম

অনলাইন সংস্করণ

বাগেরহাটে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ছবি সংগৃহীত

বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ মোঃ আল-আমিন খাঁ নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার ১৭ মার্চ রাত ১১ টার দিকে জেলার চুলকাঠি মোড় এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ আল-আমিন খাঁ নিকট হতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত  ব্যক্তি মোংলা থানার মাদ্রাসা রোড আনসার ক্লাব গ্রেমের মো: আফজাল খাঁ ছেলে জাহিদ মোঃ আল-আমিন খাঁ (৩০) দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল এমন তথ্য তাকে তল্লাশি করে ৭ কেজি গাজাসহ আটক করা হয়।

এ বিষয়ে বাগেরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য করুন