
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে খুলনা-মাওয়া মহাসড়কে দুই ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে মোটরসাইকেল আরোহী আসাদ শেখ (৪০) এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খা‘র ছেলে ভ্যান যাত্রী মোঃ আনোয়ার (৩৫)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোল্লাহাট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার পাশে কার্টন ভর্তি ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং দুর্ঘটনা কবলিত একটি ভ্যান দেখতে পাই। আর সড়কের মাঝে থেতলানো অবস্থায় একটি লাশ পড়ে ছিল। আমরা তা উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
কোনো দ্রুতগতির পরিবহণের চাপায় তার মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
মন্তব্য করুন