বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৪, ০৪:১৯ এ এম

অনলাইন সংস্করণ

বাঙালি অনসূয়ার হাতে কানের সেরা অভিনেত্রীর পুরস্কার

অনসূয়া সেনগুপ্ত। ছবি সংগৃহীত

৭৭তম কানের মঞ্চে এবার ভারতের জয়জয়কার। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বাঙালি কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত।

বুলগেরীয় নির্মাতা কনস্টান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবির জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি। কানে প্রথমবার সেরা অভিনেত্রীর পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় তিনি।

প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন। তবে অনসূয়ার কর্মজীবনের শুরুটা অনেক বছর আগে। বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় অনসূয়াকে।

কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান পাওয়ার সেই বিশেষ মুহূর্ত নিজের সোশ্যাল ওয়ালে শেয়ার করে অনসূয়া লিখেছেন, 'দ্য শেমলেস ফটোকল, ১৭ মে, ২০২৪ এই দিনটা আমি কোনোদিন ভুলব না। অসংখ্য ধন্যবাদ'।

সিনেমায় অনুসূয়ার চরিত্রের নাম রেনুকা। সিনেমাটিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালিয়ে যান।   অনসূয়া সেনগুপ্তর পড়াশুনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। মুম্বাইয়ের প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত। 

উল্লেখ, এই বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে চীনের গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’। সৌদি আরবের ‘নোরা’ পেয়েছেন স্পেশাল মেনশন পুরস্কার। ফরাসি চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সুলেমান’ পেয়েছে দুটি পুরস্কার। আফ্রিকান দেশ গিনি থেকে প্যারিসে আসা একজন অভিবাসীর টিকে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছে এতে। এর পরিচালক বরিস লোজকাইন পেয়েছেন জুরি প্রাইজ। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আবু সনগারে। যৌথভাবে সেরা পরিচালক হয়েছেন ইতালির রবার্তো মিনারভিনি (দ্য ড্যামড) এবং জাম্বিয়া/ওয়েলশের রুঙ্গানো নিয়োনি (অন বিকামিং অ্যা গিনি ফাউল)।

এবারের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয় ১৮টি চলচ্চিত্র। এর মধ্যে ৮টি ছবির পরিচালক নতুন। ফলে এগুলো ক্যামেরা দ’র পুরস্কারের মনোনয়নে রয়েছে। ক্যামেরা দ’র পুরস্কারের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী এমানুয়েল বেয়াঁ ও বেলজিয়ান-কঙ্গোলিজ সংগীতশিল্পী-নির্মাতা বালোজি।

মন্তব্য করুন