কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ১২:১৪ এ এম

অনলাইন সংস্করণ

বাজিতপুরে চেয়ারম্যান হলেন রেজাউল হক কাজল

চেয়ারম্যান পদে বিজয়ী হলেন রেজাউল হক কাজল। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মো. রেজাউল হক কাজল।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী আনারস প্রতীক নিয়ে রেজাউল হক পেয়েছেন ৩৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রকিবুল হাসাত শিবলী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭৭ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৭০ জন। মোট ভোট কেন্দ্র ৮৫টি।

নবনির্বাচিত বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় বাজিতপুর উপজেলাবাসীর বিজয়। আমি সব ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’

মন্তব্য করুন