মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৪, ০৯:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

বিশিষ্ট লেখক ও গবেষক এম আর মাহবুবের স্মরণ সভা

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক মরহুম এম আর মাহবুব এর স্মরণ সভা ও সাহিত্য পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত। ২১ শে জুন শুক্রবার উপজেলার সাগরদী এল, কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় হল রুমে কবিতা আবৃতি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

জাতীয় সাহিত্য চর্চা পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ মতলব হুসেন মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে ও এমদাদুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকৃতজ শামীম রুমী টিটন (বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, ও জ্ঞান তাপস) প্রধান আলোচক, ড, কে এ, এম সাইফুল ইসলাাম ( বহুু মাত্রিক লেখক ও গবেষক), বিশিষ্ট আলোচক, এবিএম সোহেল রশীদ, বিশিষ্ট কবি ও চলচিত্র অভিনেতা) প্রধান মেহমান, এলমুননা নাহার (লিপি) মাহবুব,সাবেক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তা ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর ঢাকা। উদ্বোধক ছিলেন নাজমুল হক (ভান্ডারী), বিশিষ্ট লেখক, সংগঠক ও প্রতিষ্ঠাতা আইডিয়েল বি,এম কলেজ চালাকচর মনোহরদী নরসিংদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন। আরো উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকা ও রূপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক ব্যবস্থাপনায়, সাহিত্য চর্চা পরিষদের পক্ষে, বিশিষ্ট কবি ও লেখক মোসলেহ উদ্দিন প্রধান) মো. হাবিবুর কাইয়ুম, মোঃ দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির। রহিমা আকতার লিলি, কবির সোহাগ, এমএস শামীম, রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে গুণী লেখকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন