বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ৩ মে, ২০২৪, ০৭:০২ পিএম

অনলাইন সংস্করণ

বেতাগীতে দাবদাহ ও খরায় পুড়ছে ফসলের খেত

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার বেতাগীতে দাবদাহ ও খরায় পুড়ছে ফসলের খেত। বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। প্রচণ্ড রোদে খা খা করছে সর্বত্র। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। এ পরিস্থিতিতে বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। বেতাগীতে খরায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বেগুন আবাদ।

বেগুন চাষিরা বলছেন, বেগুন চাষ হয় বেলে-দোআঁশ মাটিতে। এখনো বৃষ্টির দেখা নেই। এর মধ্যে তীব্র রোদে বেগুন গাছ ঝিমিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত সেচ দিয়ে গাছগুলো স্বাভাবিক রাখা হচ্ছে। নিয়মিত সেচ না দিলে গাছগুলোর মরে যেতে পারে। গত বছর এক একর জমিতে বেগুন চাষে সব মিলিয়ে খরচ হয়েছে ৮-১০ হাজার টাকা। তবে এবার এক একর জমিতে খরচ হবে ১২-১৫ হাজার টাকা। যার ফলে উৎপাদন খরচ বৃদ্ধি নিয়েও চিন্তিত তারা।

বেতাগীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেতাগীতে বিভিন্ন চরাঞ্চলে এবার যে পরিমাণ জমিতে বেগুন আবাদ করেছেন চাষিরা। তবে বৃষ্টি না হওয়ার কারণে সে পরিমাণ ফলন তুলতে পারেন না।                                                                                                    

বেতাগী উপজেলার বিষখালী নদীর পাড়ের পুটিয়াখালী এলাকার বেগুন চাষি ইমদাদুল বলেন, তীব্র রোদে সেচের পানির উপরে নির্ভর করে বেগুন আবাদ করছি। খেত সবসময় নজরদারিতে রাখছি। বৃষ্টি না হওয়ার কারণে ফলনও কম হবে। পাশাপাশি উৎপাদন খরচও দেড়গুণ হবে। 

মন্তব্য করুন