
প্রকাশিত: ৫ জুন, ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আধিপাত্য বিস্তার নিয়ে এক চেয়ারম্যান প্রার্থীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আয়োশ রহমান এজাজ নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) ভোটগ্রহণ শেষে জেলা শহরের পৌর এলাকার কলেজপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ওই যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে কলেজপাড়ায় দুটি নির্বাচনী ক্যাম্প বসানো হয়।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে ভোটগ্রহণ শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আয়োশ রহমান এজাজ গুলিবিদ্ধ হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। মো: আয়োশ রহমানএজাজের বাড়ি জেলা শহরের কলেজ পাড়াতেই। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।
মন্তব্য করুন