ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪, ০৬:০৭ পিএম

অনলাইন সংস্করণ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মেঘনা ও তেতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ভোলা সদরের সমিতির হাট, হাজির হাট, চর গাজী, সাদ্দামের চর, চর করিমারা, চর কুড়ালিয়া, ধুলিয়া, ফিশারী ঘাট, ভেলুমিয়া, ইলিশা রাস্তার মাথা, রামদাসপুর, কালীগঞ্জ, মেঘা চর, তে-মাথা, ভাংতির খাল, কাঠির মাথা, তুলাতলী, কাচিয়ার চর, ভোলার খাল, দৌলতখান ও তৎসংলগ্ন এলাকায় মেঘনা ও তেতুলিয়া নদীতে দুইটি পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

এ সময় অবৈধভাবে মাছ ধরার সময় ৩০ লক্ষ মিটার সুতার জাল, ১৮ লক্ষ মিটার কারেন্ট জাল, ১২ লক্ষ মিটার চরঘেরা জাল ও ২ হাজার মিটার মশারী জালসহ ৬২ লক্ষ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৭ কোটি ৮০ লক্ষ ৭০ হাজার টাকা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বি এন) এইচ এম এম হারুন-অর-রশিদ জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নিষিদ্ধ জাল জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন