
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ভোলার চরফ্যাশন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. বায়েজিদ (৬) ও মারিয়া সুলতানা (৪) নামের আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশু দু’টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. বায়েজিদ ও মারিয়া সুলতানা ভাসানচর গ্রামের মো. রাসেল মিয়ার ছেলে ও মেয়ে। তাদের মামা ফয়েজ উল্লাহ জানান, বেলা ১২টার দিকে বায়েজিদ ও মারিয়া বাড়ির পুকুরের পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা দু’জন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের দু’জনকে খুঁজতে পুকুরে যায়। পুকুরের গিয়ে তাদের মা দেখতে পায় মারিয়ার স্যান্ডেল জুতা পুকুরের পানিতে ভাসছে।
এরপর তিনি পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজতে থাকেন। এক পর্যায়ে তাদের মায়ের পায়ের ধাক্কায় বায়েজিদের মরদেহ ভেসে ওঠে। এর কিছুক্ষণ পর ভেসে ওঠে মারিয়ার মরদেহ।
মন্তব্য করুন