ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:১২ পিএম

অনলাইন সংস্করণ

ভোলায় লঞ্চে অভিযান, জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

ভোলায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে একটি লঞ্চকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্বিতীয় শ্রেণির মাস্টারের সনদপত্র না থাকায় ১৫ এপ্রিল (সোমবার) দুপুরে ভোলার ইলিশা লঞ্চঘাটে ভ্রাম্যমান আদালত লক্ষীপুরগামী রাজহংস লঞ্চ কে এ জরিমানা করেন।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, সোমবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভোলার ইলিশা লঞ্চঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এসময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষন ইত্যাদি বিষয়ে মনিটরিং করা হয়।

দ্বিতীয় শ্রেণির মাস্টারের সনদপত্র না থাকায় লক্ষীপুরগামী রাজহংস লঞ্চকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন