
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ভোলার বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কমেছে। তবে, মুরগি ও মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে। রমজান মাসের শুরুতে সবজির দাম বাড়লেও বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ বেশী থাকায় প্রতিটি সবজির কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে।
তবে ব্রয়লারসহ সব ধরনের মুরগি ও মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (২২ মার্চ) ভোলা শহরের বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমে ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও দেশি পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। বাজারে গ্রীষ্মকালীন সবজির দামও কিছুটা কমেছে।
যুগিরঘোল এলাকার ক্ষুদ্র সবজি বিক্রেতা মো: কবির হোসেন জানান, শুক্রবার পোটলের কেজি ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। গত এক সপ্তাহ আগে এর কেজি বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে। করল্লার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে। ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এক সপ্তাহ আগে এর কেজি বিক্রি হয়েছিল ৬০ টাকা দরে। শষা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৫০ টাকা থেকে ৭০ টাকা দরে। রেখার কেজি বিক্রি হচ্ছে ১০ টাকা দরে। এক সপ্তাহ আগে এর কেজি বিক্রি হয়েছিল ৩০ টাকায়। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৪০ টাকা দরে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৪০ টাকায়। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা।
এক সপ্তাহ আগে এর কেজি বিক্রি হয়েছিল ৫০ টাকা দরে। পুঁই শাকের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে। এক সপ্তাহ আগে এর কেজি বিক্রি হয়েছিল ৪০ টাকায়।ক্ষুদ্র সবজি বিক্রেতা মো: কবির হোসেন বলেন, এখন আমদানি বেশী, তাই দামও একটু কম।
পাকা কলার হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। মিষ্টি কুমড়া কেজি ৪০ থেকে ৫০ টাকা ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে।
তবে, আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লারসহ সব ধরনের মুরগি। বাজারগুলোতে ২০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, দেশি মুরগি ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি, লেয়ার মুরগি ২৯৫ টাকা এবং সাদা লেয়ার ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দসমও কমেনি।
যুগিরঘোল এলাকার এক সবজি ক্রেতা মো: আমির হোসেন বলেন, সবজির দাম এখন আগের তুলনায় কমেছে। তিনি আরও বলেন, সবজির দাম কমে যাওয়ায় সবার মনে প্রশান্তি।
এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, সবজিসহ নিত্য পণ্যের চাহিদার তুলনায় আমদানি বেশী হওয়ায় এবং প্রশাসনের নিয়মিত তদারকির কারণে দাম অনেকটাই কমেছে।
মন্তব্য করুন