মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন, ২০২৪, ১১:২৮ পিএম

অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে মৃত রেজুয়ানের স্বজনদের হুমকি দিলেন পুলিশ কর্মকর্তা

ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ মাসের শিশু রেজুয়ানের মৃত্যুর ঘটনায় রোগী'র স্বজনদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ডিএসবি শাখার সাব ইন্সপেক্টর সালামের বিরুদ্ধে।

রবিবার (২ জুন) বেলা ১১ ঘটিকায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিবালয় উপজেলার বকচর গ্রামের সোহেল গাজীর ছেলে রেজুয়ানের মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনায় স্বজনরা  হাসপাতাল এলাকায় কান্নায় ভেঙে পড়েন। 

এ সময় ডিএসবি মানিকগঞ্জ শাখার সাব-ইন্সপেক্টর সালামের বিরুদ্ধে মৃতের স্বজনকে ডেকে নিয়ে মাদক দিয়ে  আটক করার হুমকি দেওয়ার  অভিযোগে উঠেছে।  

রোগীর স্বজনরা জানান, আমাদের  ছেলে মারা গেছেন এই হাসপাতালের লোকজনের কারনে। রেফার করেছেন সকাল আটটার দিকে কিন্তু তারা মাত্র তিন হাজার টাকার জন্য আমাদের রোগী কে হাসপাতাল থেকে বের করতে দেন নাই । তারা আমাদের রোগীকে হাসপাতালে আটকে রেখেছিলেন কোন চিকিৎসাও দেননি। মারা যাওয়ার পর আত্মীয়-স্বজনরা হাসপাতালে এসে কান্নাকাটি করার সময় ডিএসবির সাব-ইন্সপেক্টর সালাম এসে মো:সজিব হোসেন  আর সাকিব খান কে ডেকে নিয়ে মাদক দিয়ে আটক করার হুমকি দেন। হুমকি দেওয়ার পর থেকেই  স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

মো:সজিব হোসেন বলেন, রেজুয়ানের মৃত্যর খবর শুনে আমরা সবাই হাসপাতালে এসে জানতে পারি কর্তপক্ষের ভুলের কারণে মৃত্যু হয়। আমরা পরিচালকের সাথে কথা বলতে গেলে ডিএসবির সালাম এসে আমাকে আর সাকিবকে ডেকে নিয়ে হুমকি দেন এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে মাদক দিয়ে ধরে নিয়ে যাবো আর দেখে নিবো তোদের দুজনকে।

এই বিষয়ে মানিকগঞ্জ ডিএসবি শাখার সাব-ইন্সপেক্টর সালাম বলেন , আমি কাউকে হুমকি দেইনাই । এগুলো সব মিথ্যা কথা ।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, যদি এমন কোন ঘটনা ঘটে থাকে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন