
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০৩:১৪ এ এম
অনলাইন সংস্করণ
রংপুরের মিঠাপুকুরে পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামী ওয়াহেদ আলী (৫০) নামে এক মাদক কারবারিকে ২৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পেশাদার মাদক কারবারি ওয়াহেদ আলী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাঁঠালী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাদক কারবারি ওয়াহেদ আলী দীর্ঘদিন থেকে বিভিন্ন কায়দায় মাদক ব্যবসা করে আসছে। এর আগেও তিনি আইনশৃংখলা বাহিনীর হাতে মাদকসহ গ্রেফতার হন। কিন্তু জামিনে বেরিয়ে এসে পূনরায় ব্যবসা শুরু করেন। তার মাদক ব্যবসার কারণে স্থানীয় তরুণেরা হাতের কাছেই মাদক পায়। ফলে দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে তরুণরা। এমন পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে সেখানকার মানুষ। তারই ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার ওসির নির্দেশনায় অভিযান করেন পুলিশ। অভিযানে এসআই বিদ্যুৎ কুমার মজুমদার ও এএসআই জ্যোতিষ চন্দ্র রায়ের নেতৃত্বে ২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি ওয়াহেদকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মাদক বিরোধী অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী ওয়াহেদকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ৭টি মাদক মামলা রয়েছে। মাদকের কারবার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন