
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৩ এর ইঞ্জিন রুমে আগুন লেগেছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মেহেন্দিগঞ্জ সীমানার নীলকমল মধ্য মেঘনায় এ আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ওই লঞ্চের ম্যানেজার শাহাবুদ্দিন।
প্রত্যক্ষদর্শী লঞ্চযাত্রীরা জানান, সহস্রাধিক যাত্রী নিয়ে এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি সকাল সাড়ে ৮টার দিকে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর লঞ্চটি চাঁদপুরের হাইমচরের মাঝের চর নামক এলাকার মধ্য মেঘনায় গেলে ইঞ্জিন রুমে আগুন লাগে। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা ভয়ে দিগবিদিক ছুটোছুটি করে চিৎকার করেন। পরে লঞ্চটিকে দ্রুত তীরে নিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। অনেক চেষ্টার পর লঞ্চের স্টাফরা আগুন নেভাতে সক্ষম হয়। ইতোমধ্যে লঞ্চের ইঞ্জিন পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। পরে কর্ণফুলী-৪ নামের অপর একটি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক শাহাদাৎ হোসেন বলেন, ভোলা থেকে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী কর্ণফুলী-৩ লঞ্চে আগুন লাগলে নদীর পাড়ে লঞ্চটি তাৎক্ষণিক ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩ এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ফেরত আনা হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে ডুবোচর পড়ায় কর্ণফুলী-৩ লঞ্চটি এখনো ওই এলাকায় অবস্থান করছে।
কর্ণফুলী-৪ এর মাস্টার মোবারক হোসেন বলেন, ভালোভাবে প্রায় সবাইকেই আমাদের লঞ্চে নিয়ে নিয়েছি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মন্তব্য করুন