ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নির্বাচনী দ্বন্দে পরীক্ষার্থী খুন

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে নির্বাচনী দ্বন্দে এইচ এস সি পরীর্থী খুন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলার নান্দাইল পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার চন্ডিপাশা স্কুলের পাশে নির্বাচনী লিফলেট বিতরণ দ্বন্দে এই ঘটনা ঘটে। নিহতের নাম মুরাদ হাসান ভূইয়া (১৮)। সে নান্দাইল পৌর শহরের কাকচর এলাকার তোফাজ্জল হোসেন ভূইয়ার ছেলে। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মোরাদ হাসান ভূইয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য, আগামী ৫ জুন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন